রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রিমিয়ার লিগের ট্রফি জয়ের বিজয় উৎসবকে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে । ৫০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন।
বুধবার কর্ণাটক সরকারের পক্ষে চিন্নাস্বামী স্টেডিয়ামে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। আরসিবি টিমের খেলোয়ারদের দেখতে সেখানে বিশাল জন সমাগম হয়। ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ করলে, হুড়োহুড়ি ঠেলাঠেলিতে বহু মানুষ পড়ে যান । তাঁদেরকে মাড়িয়ে দিয়ে চলে যান অনেকেই। মোতায়েন থাকা পুলিশের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। এতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘কত জনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না । আমি স্টেডিয়ামে যাচ্ছি। বিশাল জনসমাগম হয়েছে। আমরা ৫ হাজার বাহিনী মোতায়েন করেছি।’
১৮ বছর পর প্রথম বার প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জয় করেছে। এই জয়কে উদযাপন করতে চিন্নাস্বামী স্টেডিয়ামে লক্ষ লক্ষ আরসিবি সমর্থক ভিড় জমান। অভিযোগ, দুর্ঘটনার পরও অনুষ্ঠান চালানো হয়।