চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিনে স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এই আবেদনের শুনানির দিন ঠিক করেছে আদালত।
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ মাস ধরে জেলে রয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এর আগে বুধবার চিন্ময়ের জামিনের প্রশ্নে ফেব্রুয়ারি মাসে জারি করা রুল যথাযথ ঘোষণা করে, বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ। সেখানে চিন্ময় দাসকে স্থায়ী জামিন দেওয়া হয়।
এর পরই চিন্ময়ের জামিন স্থগিতের আবেদন নিয়ে আদালতে যায় রাষ্ট্রপক্ষ। আটকে যায় চিন্ময়ের জামিন।
চিন্ময়ের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য । অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
২০২৪ সালে ৩১ অক্টোবর নগরের চাঁদগাও মোহরা ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন । সেই মামলায় চিন্ময়কে গ্রেফতার করা হয়।