ছত্রিশগড়ের অবুঝামাড়ে আধা সামরিক বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে ২৬ মাওবাদী নিহত হয়েছেন। এদের মধ্যে সিপিআই (মাওবাদী)র সাধারণ সম্পাদক বাসবরাজ রয়েছেন বলে খবর ।যদিও কোন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি।

 

ছত্রিশগড়ের নারায়ণপুর ও দান্তেওয়াড়ের সীমান্তে বুধবার সকাল থেকে মাওবাদী ও ডিআরজি জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর ও কোন্ডাগাঁও জেলার (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) ডিআরজি ইউনিটগুলো নির্দিষ্ট খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এতে দুপক্ষের মধ্যে গুলির লড়াইয়ে ২৬ মাওবাদীর মৃত্যু হয়।

 

ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই বলেন, ‘তিনদিন ধরে মাওবাদী অভিযান চলছে। অভিযান চালাচ্ছে ডিআরজি । অভিযান এখনও চলছে। অভিযান সম্পূর্ণ হলে, পুরো বিবরণ পাওয়া যাবে।’

 

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকার একটি গুলিও চালাতে চায় না। উপযুক্ত ব্যক্তিদের আলোচনা করা উচিত। অস্ত্র দিয়ে কোন সমাধান হয় না । নকশালদের সমাজের মূলধারায় যোগ দেওয়া উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here