Oplus_0

জাতভিত্তিক গণনাও হবে, জনগণনার সঙ্গে । কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুধবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানান।

 

অশ্বিনী বৈষ্ণব জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, জনগণনার সঙ্গে জাতি ভিত্তিক বিন্যাসেরও গণনা হবে।’

 

কবে থেকে এই জন সুমারি হবে সে বিষয়ে সঠিক কোন উত্তর পাওয়া না গেলেও জানা গেছে, ২০২৬ সালের মধ্যে তা শেষ করতে হবে।

 

অন্যদিকে আরজিডি ও বামপন্থীদের সমর্থনে পরিচালিত বিহারের নীতীশ কুমারের সরকার জাতভিত্তিক সমীক্ষা করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনে বিহার বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখে, নীতীশের পথে হেঁটে জাতভিত্তিক জনগণনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

 

অশ্বিনী বৈষ্ণব এ প্রসঙ্গে বলেন, ‘কয়েকটি রাজ্যে জাতভিত্তিক জনগণনা হয়েছে । তা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে এবং সংশয় রয়েছে, তার ফল নিয়েও।’

 

তবে, বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার কেন্দ্রের বিজেপি সরকারের কাছে জাতভিত্তিক জনগণনার দাবি করে আসছিল । বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত , সেই দাবিকে মান্যতা দিল কেন্দ্রের শাসকদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here