Oplus_0

নমাজের বিরতির সময়টুকু বাদ দিয়ে টানা ১৪ ঘণ্টা ৫৪ মিনিট সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এর আগে ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টানা ১৪ ঘন্টা প্রেস কনফারেন্স করেছিলেন বলে দাবি করে, ইউক্রেনের ন্যাশনাল রেকর্ড এজেন্সি।

 

জানা গেছে, শনিবার বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নমাজের সময়টুকু বাদ দিয়ে প্রায় টানা ১৫ ঘণ্টা ধরে মোহাম্মদ মুইজ্জু ২৪ জন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

 

সংবাদ সম্মেলনটি শেষ হতে মাঝ রাত পেরিয়ে যায় বলে, প্রেসিডেন্টের অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়।

 

তথ্যনির্ভর, সামঞ্জস্যপূর্ণ ও পক্ষপাতিত্বহীন সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট মুইজ্জু। এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে জমা দেওয়া সাধারণ মানুষের প্রশ্নের উত্তরও দেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

 

এ শুধু সংবাদ সম্মেলন নয়, গণতন্ত্র, গণমাধ্যম ও জনগণের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকারের সম্মেলন। সময়ের নিরিখে বিশ্ব রেকর্ড করে তার স্বাক্ষর রাখলেন, মোহাম্মদ মুইজ্জু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here