ডায়মন্ড হারবার থানায় বোমা বিস্ফোরণে আগুন লেগে যায়। দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডায়মন্ডহারবার থানা । হতাহতের কোন খবর নেই।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ডায়মন্ড হারবার ১০ নম্বর ওয়ার্ডের মাধবপুরের কাছে জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানায় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে আটক বেআইনি শব্দবাজি মজুদ ছিল একটি ঘরে। সেখানে আগুন লেগে বিস্ফোরণ ঘটে । নিরাপত্তার কারণে ডায়মন্ড হারবার শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গোটা ডায়মন্ড হারবার থানা আগুনে ভস্মিভূত হয়ে গেছে। যদিও পুলিশের দাবি, বিস্ফোরণে থানার গায়ে আঁচড় লাগেনি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।

এতো বাজি কেন মজুদ রাখা হয়েছিল, তার তদন্ত দাবি করেছে বিরোধীরা।