চিতাবাঘের ভয়ে কাজে যেতে ভয় পাচ্ছিলেন ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা। বিগত কয়েকদিন ধরে মাঝেমধ্যে এলাকার ছাগল, মুরগি তুলে নিয়ে যাচ্ছিল। ক্রমে চা বাগানের শ্রমিকদের মধ্যে চিতাবাঘের আতংক ছড়িয়ে পড়ে।
চিতাবাঘের উপদ্রব থেকে বাঁচতে ডুয়ার্সের বানারহাট ব্লকের বাসিন্দারা বনদপ্তরের কাছে বাঘ ধরতে খাঁচা পাতার আবেদন করেন।
এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পক্ষ থেকে সপ্তাহখানেক আগে হলদিবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় খাঁচা পাতা হয়। রোববার সকালে সেখানে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ খাঁচা বন্দি হয়।

চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার খবর পৌঁছে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইভ স্কোয়াডের দফতরে । সেখান থেকে বনকর্মীরা এসে চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে ।