তাপপ্রবাহ আর আদ্রতাজনিত অস্বস্তিতে অসুস্থ হয়ে পড়ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের কথা ভেবে আপদকালীন ব্যবস্থা হিসেবে দুদিন সরকারি এবং সরকার পোষিত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।

 

বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখেন, ‘রাজ্যের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৩.৬.২০২৫ এবং ১৪.৬.২০২৫ ( পার্বত্য এলাকার স্কুল ব্যতীত) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার ঘোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষন কার্যক্রম স্থগিত রাখা হবে।

সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

ছবি সংগৃহীত

তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া , মেদিনীপুর সহ বিভিন্ন সকালে চালু করার সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। তার স্বত্বেও তীব্র গরমে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে।

 

সাধারণত এসময় রাজ্যে বর্ষা প্রবেশ করে। কিন্তু এবার, আগে আসার আশা জাগিয়েও বর্ষা, মৌসুমী বায়ুর কারণে থমকে রয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে ঘুরে দাঁড়াতে পারে মৌসুমী বাতাস। ১৪ জুনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি পাল্টাতে পারে। দক্ষিণবঙ্গে নামতে পারে কাঙ্ক্ষিত বর্ষা, জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here