রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.১ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আদ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। এই হাঁসফাঁস গরমের মধ্যে রোববার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা বার্তা দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার থেকে আগামী ৪ দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া , বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী ৭ দিন ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশের ওপর একটি এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের জেরে ভারতে বর্ষা আগাম শুরু হবে। আগামী ৪/৫ দিনের মধ্যে আন্দামানে প্রবেশ করছে মৌসুমী বায়ু।