তামিলনাড়ুর সমুদ্র উপকূলে সন্ধান চালিয়ে এক বিরল প্রজাতির সামুদ্রিক কৃমি খুঁজে পেয়েছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। বিজ্ঞানী আনজুম রিজভির নেতৃত্বে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক ঋতীকা দত্ত নতুন এই কৃমিটি খুঁজে পেয়েছেন।

 

ভারতের অন্যতম নেমাটোড বিশেষজ্ঞ প্রয়াত এম এস জয়রাজপুরির স্মরণে বিরল প্রজাতির এই কৃমির নাম রাখা হয়েছে, ফেরোনাস জয়রাজপুরি দত্ত অ্যান্ড রিজভি ২০২৫।

 

এটি একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র নেমাটোড বা কৃমি । সমুদ্রের তলায় বসবাস করে । অত্যন্ত বিরল প্রজাতির এই প্রাণীটির তিনটি নমুনা বিশ্বে পাওয়া গেছে । একটি দক্ষিণ আফ্রিকায় হাজার ১৯৬৬ সালে । একটি চিনে ২০১৫ সালে । অন্যটি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়াতে পাওয়া গেছে। এবার এই বিরল প্রজাতির কৃমির নমুনা পাওয়া গেল, ভারতের সমুদ্র উপকূলে।

 

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানান, ‘ফেরোনাস জয়রাজপুরি নামে এই কৃমির আবিষ্কার দেখিয়ে দিল, ভারতের উপকূলে কি রকম গোপন অথচ মূল্যবান জীব বৈচিত্র্য লুকিয়ে রয়েছে । এমন প্রতিটি নতুন প্রাণীর সন্ধান আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যে, এই সামুদ্রিক পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় । সমুদ্রের জীবনের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here