পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাশি রাশি জোরালো অভিযোগ থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যথাযথ পদক্ষেপ করছে না, সেই প্রশ্ন তুলে বিজেপি তৃণমূলের মধ্যে বোঝাপড়ার রাজনীতির সম্পর্ক আছে বলে, দাবি করলেন, বর্ষীয়ান বিজেপি নেতা, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত রায় বলেন, ‘রাজ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং রয়েছে । ২৬ এর বিধানসভা নির্বাচনে এর প্রভাব যে পড়বে, তা স্পষ্ট।’
রাজ্যের মানুষ বুঝে গেছে, তৃণমূল বিজেপির মধ্যে সেটিং আছে । না হলে, এতদিনে তৃণমূলের আরও বড় নেতা নেত্রীরা সব জেলে থাকতো বলে মন্তব্য করেন বিজেপির তথাগত রায়।
তথ্যগত রায়ের বক্তব্যকে সমর্থন করে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং আছে। সেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন । এখন বিজেপি নেতাদের কথায় তা স্পষ্ট হয়ে যাচ্ছে।’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী আরও বলেন, ‘আসলে রাজ্য বিজেপি দিল্লির চাপে তৃণমূলের পাশে আছে । ঠিক লড়াই করতে তারা রাজি নয় । তথাগত রায়ের কথায় সেই সেটিং তত্ত্ব আরও স্পষ্ট হচ্ছে।’
সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে আরএসএসের সংগঠন বৃদ্ধি পেয়েছে । এবং তৃণমূল নেত্রীর সঙ্গে আরএসএস নেতৃত্বের সম্পর্ক রয়েছে।