সক্রিয় মৌসুমী অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। জেলায় জেলায় হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর ওড়িশার উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে । অন্যদিকে আসানসোল কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে সেটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এসবের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ।
শনিবার বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ শনিবার, ৫ জুলাই, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশের ওপরে থাকবে। আকাশ মেঘলা থাকবে।