‘মাঝরাতে হঠাৎ হোটেলের দরজায় টোকা, দরজা খুলে দেখি, সামনে দাঁড়িয়ে দুনিয়া কাঁপানো পপস্টার মাইকেল জ্যাকসন ।’ কোন বনেগা ক্রোড়পতির ১৬ নম্বর এপিসোডে বহুবছর আগের এই সুখ স্মৃতি শেয়ার করে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বলেন, ‘আমার তো তখন জ্ঞান হারাবার অবস্থা।’
অমিতাভ বলেন, ‘নিউ ইয়র্কের একই হোটেলে আমরা ছিলাম । একদিন মাঝরাতে ভুলবশত আমার ঘরে কড়া নাড়েন মাইকেল জ্যাকসন। ভুল বুঝতে পেরে তিনি অন্য ঘরে চলে যান।’
কিন্তু ঘটনা এখানে থেমে যায়নি । পরে জ্যাকসন একজন কর্মী পাঠিয়ে অমিতাভের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ডাকে সাড়া দিয়ে জ্যাকসনের ঘরে যান অমিতাভ বচ্চন । বলিউডের শাহেনশাহ বলেন, ‘আমরা অনেকটা সময় ধরে কথা বলি । অতুলনীয় জ্যাকসন, অসাধারণ মানুষ । কোন অহংকার নেই।’
কোন বনেগা ক্রোড়পতির ১৬ নম্বর এপিসোডে জ্যাকসনের সুখ স্মৃতি রোমন্থন করে অমিতাভ আরও বলেন, ‘জ্যাকসন এপিসোড এখানে শেষ নয়। আমেরিকায় শো করতে গিয়ে একবার বিড়াম্বনায় পড়তে হয়। সেখানে জ্যাকসনেরও শো ছিল। আমাদের যে হোটেলে ওঠার কথা ছিল, সেখানে গিয়ে শুনলাম, হোটেলের কোন রুম ফাঁকা নেই। আমরা অনুরোধ করলে, হোটেল কর্তৃপক্ষ জানায় হোটেলের ৩৫০ টি রুম মাইকেল জ্যাকসনের জন্য বুক করা আছে।’
‘অনেক চেষ্টা করে আমরা স্টেডিয়ামের পেছনে সিটে বসে মাইকেল জ্যাকসনের শো দেখি। জ্যাকসন এক অসাধারণ শিল্পী । তার নাচ গান, এমন এনার্জি ! এমন হাততালি ! অভূতপূর্ব ! আমি আজও ভুলতে পারিনা।’