এবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকে কোন সমাধান সূত্র না মেলায়- তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার রক্ষা মঞ্চের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার রাত ১২ টা থেকে তাঁরা এই আমরণ কর্মসূচি শুরু করেন। প্রাথমিকভাবে ৬ জন শিক্ষক ও ৬ জন শিক্ষিকা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁদের দাবি না মানা পর্যন্ত, এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তাঁরা।
চাকরিহারা এক শিক্ষক বলেন, ‘শুধু নাটক চলছে। যেন কিছুই ঘটেনি, এমন ভাব করছে সরকার। ফের দ্রুত ফর্ম ফিলাপ করিয়ে, দুর্নীতির প্রস্তুতি চলছে।’
চাকরিহারা শিক্ষকদের স্পষ্ট দাবি, রিভিউ পিটিশনের রায় না পাওয়া পর্যন্ত ফর্ম ফিলাপ বা নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া চলবে না। ওএমআরশিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে । চাকরিহারা শিক্ষক যাঁরা স্কুলে যাচ্ছেন, (যাঁদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট) তাঁদের তালিকা প্রকাশ করতে হবে।
চাকরিহারা আর এক যোগ্য শিক্ষক আন্দোলনকারী বলেন, ‘আমরা নতুনদের নিয়োগকে বিরোধিতা করছি না। আমাদের বিচার যেন সঠিক হয় । রিভিউতে আমরা যদি নির্দোষ প্রমাণিত হই, তাহলে ফের নিয়োগ পেতেই হবে।’