Oplus_0

সরকারের ব্যর্থতা ঢাকতে, মানুষের নজর ঘোরাতে আরএসএসের পরিকল্পনায় দীঘায় মন্দির রাজনীতি বলে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

 

বুধবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সরকারি টাকায় দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দীঘা পর্যটক শূন্য । সরকার তার নিজের কাজে এতটাই ব্যর্থ যে, সেই ব্যর্থতা ঢাকতে এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে মানুষের নজর ঘোরাতে চাইছে। কেন্দ্র সরকারও তাদের ব্যর্থতা ঢাকতে রাম মন্দির নির্মাণ করেছে। সেখানে যেমন প্রধানমন্ত্রীই সব। দীঘায় মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটেছেন ।’

 

‘রাম মন্দির উদ্বোধন যেমন আরএসএসের পরিকল্পনায় প্রধানমন্ত্রীই সব, দীঘায় তেমন আরএসএসের পোস্টার ও তৃণমূলের পতাকা দীঘার পোস্টে পোস্টে লাগানো হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে।’

 

সুজন আরও বলেন, ‘বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হিসেবে মমতা ব্যানার্জিকে সঙ্গে রেখে দীঘায় জগন্নাথ মন্দিরের পরিকল্পনা করেছিলেন । তখন তিনি তৃণমূলে । এটা শুভেন্দুর পরিকল্পনা। তিনি শুরুতে ছিলেন, পরে সুযোগ পাননি। তিনি এখন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে সনাতনী ধর্মের কথা বলছেন । তৃণমূল অথবা বিজেপি যেখানেই থাকুন না কেন, ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করার মধ্যেই থাকতে হবে। ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা আসলে অধর্ম। সরকার যখন ঠুঁটো জগন্নাথ হয়ে থাকে, তখন অনেক কিছু করতে হয়, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা সবাই দীঘার মন্দির উদ্বোধনে গেছেন । তার মধ্যে আরএসএসও আছে।’

 

অন্যদিকে নাগরিক সমাজের অভিযোগ, সরকারি কোষাগারে টাকা নেই। বাজার থেকে ঋণ নিয়ে সরকার চালাতে হচ্ছে । মিড ডে মিলে দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য খাবারের খরচ বাড়ানো যাচ্ছে না। পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়ানো যাচ্ছে না । অথচ আড়াইশো কোটি টাকা খরচ করে অসাংবিধানিক মন্দির নির্মাণ করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here