পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কের ওপর একটি লরির ধাক্কায় ৫ জন অটো যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ৪ জন গুরুতর আহত । তাঁদের কাঁথি মহাকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।

 

বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে । জানা গেছে, দিল্লি থেকে বাড়ি ফেরার পথে মেচেদা স্টেশন থেকে একটি অটো নিয়ে দুই বোন তাঁদের পরিবার নিয়ে বাপের বাড়ি দেশপ্রাণ ব্লকের চালতি এলাকায় যাচ্ছিলেন । তখন ব্যাপক বৃষ্টি হচ্ছিল । হঠাৎই পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। যাত্রী বোঝাই অটোটি লরির ধাক্কায় দুমড়ে মুচরে যায়। স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে উদ্ধার কাজে হাত লাগান। পুলিশকে খবর দেন । হেঁড়িয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছেন।

 

ড্রাইভারকে নিয়ে অটোতে মোট ৯ জন যাত্রী ছিলেন । গুরুতর আহত ৪ জনকে কাঁথি মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। লরির চালক ও খালাসি পালিয়ে গিয়েছে।

 

খেজুরি থানার ওসি জানিয়েছেন, ‘বুধবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । গুরুতর চারজনের চিকিৎসা চলছে । এঁরা সবাই দিল্লিতে কাজ করতেন । সেখান থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে । লরির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।’

 

এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here