দীঘার জগন্নাথ মন্দিরে স্থানীয়রা কাজের সুযোগ পাচ্ছেন না । বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। এই অভিযোগে স্থানীয়দের বিক্ষোভে বৃহস্পতিবার দীঘার জগন্নাথ ধামের সামনে ধুন্ধুমার কান্ড বাঁধে। দীঘা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনিক কর্তা ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।

 

পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় মন্দির স্থাপনের শুরু থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশ্বাস দিয়ে এসেছেন, মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক বদল ঘটবে। স্থানীয় বেকার যুবকদের কাজের সংস্থান হবে। কিন্তু মন্দিরে কর্মী নিয়োগের সময়, স্থানীয়দের বঞ্চিত করে সব বাইরে থেকে লোক এনে নিয়োগ করা হচ্ছে বলে স্থানীয় বেকারদের অভিযোগ।

 

এদিন মন্দিরে স্থানীয়দের নিয়োগের দাবিতে, দীঘা মন্দিরের সামনে স্থানীয় বঞ্চিত বেকার যুবকরা ব্যাপক বিক্ষোভ দেখান। স্থানীয় বিধায়ক ও দীঘা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল গিরি ঘটনাস্থলে এসে বলেন, ‘স্থানীয়দের বঞ্চিত করে, বাইরে থেকে লোক নিয়োগ করলে বিক্ষোভ তো হবেই।’

দীঘা জগন্নাথ মন্দির

অখিল গিরি বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমি ট্রাস্টি বোর্ডের প্রতিনিধিদের নিয়ে এসডিও অফিসে গিয়ে আলোচনা করব। স্থানীয়রা যাতে কাজের বেশি সুযোগ পান, তার চেষ্টা করব ।’

 

বঞ্চিত স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের নিয়োগ করে মন্দিরের কাজ করানো হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মন্দির নির্মাণ হলে স্থানীয়রা কাজ পাবেন। বিক্ষোভকারীদের পক্ষে জানানো হয়, এর কোন সমাধান না হলে, বড় বিক্ষোভ আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here