সন্ত্রাসবাদী হামলার পর যখন দেশে ঐক্য দরকার, তখন নির্বাচনে জেতার কথা ভেবে হিন্দু মুসলিম করছে। দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে । এরা দেশপ্রেমিক নয়, এরা ক্ষমতা প্রেমিক। বিজেপিকে নিশানা করে বললেন, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

 

সোমবার মৌলালী যুব কেন্দ্রে, ‘দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও’ শীর্ষক কনভেনশনে অংশ নিয়ে মহম্মদ সেলিম বলেন, ‘সন্ত্রাসবাদী হামলার পর দেশের মানুষকে এক করার পরিবর্তে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। হিন্দু মুসলিম করা হচ্ছে । দেশে যখন ঐক্য দরকার, তখন যারা দেশের মানুষের ঐক্য ভাঙছে, তারা দেশপ্রেমিক নয়।

 

বিজেপি মনুবাদের কথা বলে, ওরা মুসলিম বিরোধী শুধু নয়, ওরা নারী বিরোধী । আদিবাসী বিরোধী। মানুষ একসঙ্গে থাকতে চাইছে, আর বিজেপি বিধানসভা নির্বাচনের আগে ঘৃণার চাষ করছে । আমাদের সতর্ক থাকতে হবে । একসাথে থাকতে হবে।’

 

জাত পাত ধর্ম ভাষার ঊর্ধ্বে উঠে ভারতীয় সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। তার ভিত্তিতে মানুষের ঐক্য তৈরি হয়েছে । সেই ঐক্যকে যারা ভাঙতে চাইছে, তারাই সংবিধানকে আক্রমণ করছে । তাই নাগরিক অধিকার রক্ষার স্বার্থে, সংবিধানকে রক্ষা করতে হবে । সংবিধান রক্ষার লড়াইতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান, সেলিম।

 

এ প্রসঙ্গে এদিন, মাটি গাড়ার ঘটনা তুলে মহম্মদ সেলিম বলেন, ‘মাটি গাড়াতে মাংস ব্যবসায়ীকে এরাজ্যে দল বেঁধে নির্যাতন করা হলো । এখানে কি মাংস নিষিদ্ধ ? আজকে মাংস বলে খুন করছে, কাল মাছ ডিম বলে খুন করবে । আসলে, ‘আমাদের মতো হতে হবে’। আরএসএস ফ্যাসিস্ট সংগঠন । সে বহুত্ব মানে না। সবার সমান অধিকার মানে না । সংখ্যালঘু অধিকার ও নাগরিক অধিকারের জন্য লড়তে হবে।’

 

সেলিম আরও বলেন, ‘বাস্তব হলো যে, দেশ ও দেশের মানুষ সংকটে আছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি বলে, ধর্ম সংকটে আছে। সংখ্যাগুরু হিন্দু, তাই হিন্দুদের সঙ্গে নিতে হবে। এটা হিন্দু প্রেম না, ক্ষমতার প্রেম । অন্য দেশে এই ধরনের শক্তিই সংখ্যাগুরু ইসলামদের সঙ্গে নিতে উন্মাদনা তৈরি করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here