‘দ্য ওয়ার’ ইংরেজি সংবাদ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সমাজ মাধ্যমে দ্য ওয়ারের একটি পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। এই সেন্সরশিপের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে । একই সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

 

শুক্রবার এক্স হ্যান্ডেলে করা দ্য ওয়্যারের একটি পোস্টে বলা হয়, ‘ভারতে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা দেয়া হয়, তা সুস্পষ্ট ভাবে লঙ্ঘন করে, ভারত সরকার দ্য ওয়্যার ডট ইন ওয়েবসাইটটি গোটা দেশে বন্ধ করে দিয়েছে । বিভিন্ন অনলাইন সেবা প্রদানকারী সংস্থা নানা রকম বক্তব্য রাখলেও আমরা জানতে পেরেছি, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে করা হয়েছে । আমরা এই সেন্সরশিপের প্রতিবাদ জানাই।’

 

সিপিআইএম পার্টি এই ঘটনা নিন্দা করে সমাজ মাধ্যমে একটি পোস্ট দেয় । সেখানে লেখা হয়েছে, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এই আক্রমণ নিন্দাজনক। বিভিন্ন টিভি চ্যানেল লাগাতার অপারেশন সিঁন্দুর সম্পর্কে ভুল তথ্য ও পরিবেশন করে চলেছে । তাদের সতর্কও করা হচ্ছে না । এটা লজ্জার যে, দায়িত্বশীল একটি সংবাদ প্রতিষ্ঠানকে এই সময়ে বন্ধ করে দেয়া হচ্ছে।’

 

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআইয়ের তরফে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ‘দ্য ওয়ার’ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন, ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, ‘ওয়্যার অফ, লায়ার অন।’

 

‘দ্য ওয়্যার’ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছে, ‘আপনাদের সমর্থন ১০ বছর ধরে আমাদের কাজকে এগিয়ে নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি, এই সংকটময় সময়ও আপনারা আমাদের পাশে থাকবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here