রাজনৈতিক ফায়দা লুটতে তৃণমূল, বিজেপি ধর্মের ভিত্তিতে রাজ্যটাকে ভাগ করে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তুললেন, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।

 

 

রোববার পূর্ব মেদিনীপুরের নাচিন্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠের প্রকাশ্য সভায় মীনাক্ষী বলেন, ‘তৃণমূল এবং বিজেপি ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ করতে চাইছে। মানুষের বিভেদ সৃষ্টি করে সমাজের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে দুটি দলই । আমরা রাম রহিমের ভাগাভাগি চাই না। আমরা চাই কাজ, চাকরি, খাদ্য ও বাসস্থান।’

 

এ দিন মীনাক্ষী বলেন, ‘বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌবনের স্বার্থকে ধুলিস্যাৎ করে দিয়েছে । দুই সরকার দুর্নীতির মোড়কে গোটা দেশ এবং রাজ্যে পচন ধরিয়েছে।’

 

ডিওয়াইএফআইয়ের প্রকাশ্য সভা থেকে মীনাক্ষী প্রশ্ন তোলেন, ‘৬৩ লক্ষ জব কার্ড বাতিল হল কেন ? ১০০ দিনের কাজের টাকা কারা বাতিল করল ? কারা আটকালো স্বাস্থ্য শিক্ষা খাতের টাকা ? বাজেট বরাদ্দ কমছে কেন ? রেল, বিমায় দিন দিন কর্মীদের সংকোচন করা হচ্ছে কেন ? কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের নিধন যজ্ঞের জন্য দায়ী কে ?’

 

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলার ২১ তম সম্মেলন ৮ জুন ৯ জুন অনুষ্ঠিত হচ্ছে । সেখানে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে বিগত দিনের কাজের পর্যালোচনা এবং আগামী দিনে জেলার ডিআইএফআইয়ের কাজের রূপরেখা ঠিক করা হবে।

মীনাক্ষী মুখোপাধ্যায়, ছবি সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here