পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে নদীয়ার করিমপুরে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা নাগাদ একটি বেসরকারি বাসের ধাক্কায় একটি মারুতি গাড়ির ড্রাইভার সহ পাঁচ যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।

 

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। ক্রেন দিয়ে বেসরকারি বাসটি সরিয়ে মারুতির ভিতর থেকে মৃতদেহ গুলি উদ্ধার করা হয়।

 

মুর্শিদাবাদ থেকে একটি মারুতি গাড়ি কৃষ্ণনগর হয়ে কলকাতার দিকে যাচ্ছিল। মারুতির যাত্রীরা ডাক্তার দেখাতে কলকাতা যাচ্ছিলেন বলে জানা গেছে। করিমপুরের মহিষবাথান এলাকায় পেছন থেকে একটি দ্রুতগতির কলকাতা গামী বেসরকারি বাস ধাক্কা মারলে, মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে । বেসরকারি বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে আবার মারুতির পেছনের ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে পিষে যায়।

 

বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে আসে । উদ্ধার কাজে হাত লাগায়। পৌঁছয় করিমপুর থানার পুলিশ । দমকল বাহিনী। ক্রেন দিয়ে মৃতদেহ গুলো বাইরে বের করে আনা হয়। মৃতদেহ গুলো ময়না তদন্তে পাঠানো হয়েছে।

 

ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here