ইলিশ মাছ ধরতে গিয়ে উত্তাল গভীর সমুদ্রে একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারের ১১ জন মৎস্যজীবী প্রাণে বেঁচে গিয়েছেন।
শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ১০ মাইল ঘাট থেকে স্থানীয় মৎস্যজীবীরা গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে যায়। এফবি শাকিলা নামে একটি ট্রলার নিয়ে জম্বু দ্বীপের থেকে অনেকটাই দূর গভীর সমুদ্রে গিয়ে হঠাৎ তাঁরা খেয়াল করেন, তাঁদের ট্রলারের নিচের পাটাতন ফেটে গেছে। হুহু করে জল ঢুকছে।
মৎস্যজীবীদের সংগঠন সূত্রে জানা গেছে, সমুদ্রের ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলেও অন্য মৎস্যজীবী ট্রলার তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে এসেছে।