ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমে তা স্থলেভাগের দিকে এগোচ্ছে । এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মাটির ৮ কিলোমিটার উপর দিয়ে উত্তর স্থলভাগের দিকে এগোচ্ছে । আগামী ৪৮ ঘণ্টায় তা আরও স্পষ্ট হবে । নিম্নচাপটি শক্তি বাড়ালে, বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে ভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । এসব জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার পর্যন্ত কলকাতা সহ হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
নিম্নচাপ ও মৌসুমী বায়ুর জেরে উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এসব জায়গায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।
শুক্রবার ও শনিবার দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কালিম্পংয়ে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে, আলিপুর আবহাওয়া দপ্তর।