বর্ষার মাসে সক্রিয় নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ । ফলে আগামী কয়েক দিন রাজ্যে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ১ জুলাই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ থাকতে পারে । আকাশ মেঘলা থাকবে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায়। নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র । এজন্য মৎস্যজীবীদের আগামী দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি চলবে, আগামী কয়েক দিন। মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।