বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন বলে বাংলাদেশে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে । সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য । নাহিদ ইসলাম বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কাজ করতে পারছেন না বলে পদত্যাগের আশঙ্কা প্রকাশ করেছেন।’ যদিও গোটাটাই পদত্যাগের নাটক বলে কটাক্ষ করেছে, আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে, তার পদত্যাগের গুজব নিয়ে কথা বলে, নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করার বিষয়ে ভাবছেন। উনার কাছে মনে হয়েছে, পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।’
নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে আরও বলেন, ‘এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়… সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গার না পাইলে, উনি থাকবেন কেন ?’
গতবছর অগাস্টে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের চাপে হাসিনা সরকারের পতন হয় । হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে আন্দোলনকারীরা মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু সংস্কারের জিগির তুলে ক্ষমতা দখল করলেও বাংলাদেশে আওয়ামী লীগকে সরানো ছাড়া সে অর্থে কোন সংস্কার কাজ হয়নি বলে অভিযোগ।
এক বছর অতিক্রান্ত হতে চলল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের সংস্কার, জাতীয় নির্বাচন ইত্যাদি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ থেকে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশজুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন বলে, তোলপাড় শুরু হয়। যদিও আওয়ামী লীগের তরফে বলা হয়, ‘গোটাটাই নাটক। আসলে, ক্ষমতালোভী ইউনুস পদ ছাড়তে চান না । পদত্যাগ করার কথা বলে, আবেগী নাটক করছেন।’