পশ্চিমবঙ্গের চারজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সোমবার নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ঢাকবাদক গোকুল চন্দ্র দাস , সমাজসেবী বিনায়ক লোহানি , সরোদবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ অদিতি সুরিন্দর সিংকে শিল্পকলা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তাঁদের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি।
সরোদ বাদনে পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের নাম বিশ্বজোড়া। জনপ্রিয় সংগীত সুরকার হিসেবে সিনেমা, নাটক, নৃত্যনাটক ,তথ্যচিত্র, বিজ্ঞাপন বিভিন্ন ক্ষেত্রে ৫ দশক ধরে তার অবদান রেখে চলেছেন ।
দেশে-বিদেশে ঢাক বাদনকে জনপ্রিয় করার জন্য গোকুল চন্দ্র দাসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এজন্য তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
বিনায়ক লোহানি, তাঁর পরিবার সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খন্ডে সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন । বহুমুখী প্রতিভার এক প্রাণবন্ত সংগীতশিল্পী অরিজিৎ সিং । ভারত জোড়া তার জনপ্রিয়তা ও সমাজ সেবামূলক কাজের জন্য এবছর পদ্মশ্রী পুরস্কারে তাকে সম্মানিত করা হয়।
প্রত্যেক বছরই দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়।