শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টিপাত চলবে । অন্যদিকে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার গতি প্রকৃতির ওপর নির্ভর করছে আগামী দিনের আবহাওয়া, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ বুধবার, ২৫ জুন, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশের ওপরে থাকবে । আকাশ মেঘলা থাকবে।
ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া দপ্তর।
ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে। তুমুল বৃষ্টিপাতের জেরে তিস্তায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ঝাড়খন্ডের কাছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের গতি প্রকৃতির উপর নির্ভর করছে আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গের আবহাওয়া।