দিল্লি সহ ভারতের ২৭ টি রাজ্য ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় ৭ মে বুধবার যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের ৩১টি জায়গায় হবে এই যুদ্ধ মহড়া।
১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশজুড়ে যুদ্ধ মহড়া চালিয়েছিল ভারত । ২২ এপ্রিল, ২০২৫ কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে উদ্ভুত ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আবার দেশজুড়ে শুরু হচ্ছে যুদ্ধ মহড়া, আগামীকাল বুধবার।
এই অসামরিক যুদ্ধ মহড়ায় পশ্চিমবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, বৃহত্তর কলকাতা, হলদিয়া, দুর্গাপুর, হাসিমারা খড়গপুর, আসানসোল বার্নপুর, ফরাক্কা, খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং , কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এই ৩১ টি জায়গার নাম স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় রয়েছে ।
যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে নিজেকে রক্ষা করবেন, সেই প্রশিক্ষণ দেশের সাধারণ নাগরিকদের দিতে বলা হয়েছে এই মহড়ায়। হঠাৎ ব্ল্যাকআউট হলে কিংবা বিমান হামলার সাইরেন বেজে উঠলে কী করতে হবে, যুদ্ধ মহড়ায় সেসব শেখানো হবে সাধারণ নাগরিকদের।
এই আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রী এবং রাজ্যগুলোর বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও যুক্ত করতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়।
এই মহড়ার উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো নয়, যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি বলে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। যুদ্ধ মহড়া চলাকালীন সকল নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে।