পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ২৯ মে বেলা ১২ টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের জনসভায় তাঁর অংশ নেওয়ার কথা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

 

প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত স্বরূপ অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাকে সম্মান জানাতে ও কেন্দ্রের ভূমিকা মানুষের সামনে তুলে ধরতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর।’

 

তবে, সম্প্রতি বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা বেড়েছে। আগামী বছর এসময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এইসব মাথায় রেখে পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী অপারেশন সিঁদুরে সেনার সাফল্যকে বিজেপি রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেদিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবারের উত্তরবঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরেই সরকারি কর্মসূচিতে অংশ নিতে ৩১ মে সন্ধ্যায় শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় সংগঠনের বিষয়, এবং রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচন, সর্বোপরি আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের কৌশল নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতেই অমিত শাহের এই সফর বলে বিজেপি সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here