প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সফরে এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার রাত ১০ টা নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দর পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সাধারণ বিজেপির কর্মীদের পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব । ঢাক ঢোল বাজিয়ে ফুলের মালা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরণ করে নেন তাঁরা।

 

বঙ্গ সফরে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে ইংরেজির পাশাপাশি বাংলায় একটি পোস্টে লেখেন, ‘কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছি। আগামীকাল সেন্ট্রাল ফরেনসিক সাইন্স ল্যাবরেটরির উদ্বোধন করব । যা পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে । বিকালে বিজেপির কর্মকর্তাদের সঙ্গে মতামত বিনিময় করব। এই অনুষ্ঠান গুলিতে অংশগ্রহণের অপেক্ষায় আছি।’

 

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক রণকৌশল ঠিক করতে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে অমিত শাহের। রোববার সকালে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধনের পর সরাসরি নেতাজি ইন্ডোরে বিজেপির সাংগঠনিক সভায় যাবেন অমিত শাহ। সেখানে বিজেপি সাংসদ , বিধায়ক, নেতা, কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বিকালে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিজেপি নেতা অমিত শাহ। এছাড়া রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও একাধিক বৈঠক করার সম্ভবনা রয়েছে।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সফর, রাজ্য বিজেপির কাছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here