পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার আগে গোয়েন্দা রিপোর্ট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। সেই খবর কাউকে জানাননি বলে বিস্ফোরক অভিযোগ করলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচিতে দলের ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস সভাপতি । সেখানে তিনি দাবি করেন, ‘তিন দিন আগেই কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণেই জম্মু-কাশ্মীর সফর বাতিল করেন তিনি।’

১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল।

কংগ্রেস সভাপতি খাড়গের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসবাদী হামলার খবর থাকলে, তা তিনি নিরাপত্তা বাহিনীকে জানালেন না কেন ?’

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকে । সর্বদলীয় বৈঠকে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন না । তিনি বিহারের নির্বাচনী প্রচার নিয়ে সেখানে ব্যস্ত ছিলেন। বৈঠকে উপস্থিত ইন্ডিয়া জোটের নেতারা সর্বদলীয় বৈঠকে মোদির অনুপস্থিতি নিয়ে সরব হন। তবে বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল বলে, কেন্দ্রের বিজেপি সরকারের তরফে স্বীকার করে নেওয়া হয়।

গোয়েন্দা রিপোর্টে অবশ্য সম্ভাব্য হামলার জায়গা হিসেবে শ্রীনগরের এক হোটেলে থাকা পর্যটকদের ওপর হামলা হতে পারে বলে জানানো হয়েছিল।

প্রশাসনিক সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর তল্লাশি অভিযানও চালানো হয়। সন্দেহজনক কিছু না পাওয়ায় ২২ তারিখ তল্লাশি বন্ধ করা হয়। হয়তো কাকতালীয় ভাবে সেই দিনই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। যে ঘটনায় নিরপরাধ ২৬ জন মানুষের প্রাণ যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here