পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে অর্থ সংকটে থাকা পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ ১০০ কোটি ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে।

 

পাকিস্তান অতিরিক্ত ১.৩ বিলিয়ন ডলার ঋণের জন্য আবেদন করেছিল। আইএমএফের ঋণ মঞ্জুর বোর্ডের মিটিংয়ে, পাকিস্তানকে ১০০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভোটদানে বিরত থাকে।

 

শুক্রবার ওয়াশিংটনে পাকিস্তানের ঋণ সংক্রান্ত বিষয়ে বিশ্ব অর্থভাণ্ডারের ঋণ মঞ্জুরি বোর্ড মিটিংয়ে বসে। সেখানে পাকিস্তানকে অতিরিক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে ভারত জানায়, ‘পাকিস্তান এই অর্থ জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে পারে। তার অতীত ইতিহাস রয়েছে । তাছাড়া ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং ঋণ পাওয়ার পর যেসব শর্ত মেনে চলতে হয়, সেসব লঙ্ঘন করার ক্ষেত্রে পাকিস্তান নজির সৃষ্টি করেছ।’

 

তাই ঋণে জর্জরিত পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এই অতিরিক্ত ঋণ দেওয়ার বিষয়ে ভারত আপত্তি জানিয়ে, ভোটদানে বিরত থাকে। ভারত ভোট না দিলেও ভোটের ফলাফল পাকিস্তানের পক্ষে যায়। পাকিস্তান পেয়ে যায় ১০০ কোটি ডলারের অতিরিক্ত ঋণ।

 

শুক্রবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঋণ পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

বিশ্বে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার কাজে যুক্ত পাকিস্তানকে ফের আইএমএফের অতিরিক্ত ঋণ দেওয়ার ঘটনা বিশ্বের দরবারে বিপজ্জনক মেসেজ পাঠাবে বলে দাবি করেছে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here