সাহায্যের টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে, প্রতিরক্ষা খাতে ব্যয় করে পাকিস্তান। ভারতের এই অভিযোগকে আমল না দিয়ে পাকিস্তানকে ৮০০ মিলিয়ন ডলার অর্থ সাহায্য দিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর এই ইস্যুতে মোদিকে বিশ্বগুরু বলে খোঁচা দিয়েছে কংগ্রেস।
শনিবার ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করে গেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্ডা। তার পরপরই পাকিস্তানকে অর্থ সাহায্যের এডিবির এই সিদ্ধান্তকে ভারত বিরোধিতা করেছে। কেননা, ভারতের আশঙ্কা পাকিস্তান, সাহায্য পাওয়া টাকা ঘুর পথে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার কাজে ব্যবহার করতে পারে।
এর আগে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু পরবর্তী ভারত-পাক সংঘর্ষ চলাকালীন, ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও (আইএমএফ) আন্তর্জাতিক অর্থ ভান্ডার পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছিল।
ভারতের জাতীয় কংগ্রেস এই ইস্যুতে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে মোদিকে কটাক্ষ করে লেখে, ‘সারা বিশ্ব ঘুরে, নিজের ঢাক নিজে পিটিয়ে নিজেকে বিশ্বগুরু বলে জাহির করেন নরেন্দ্র মোদি। তাঁর পর্দা ফাঁস হয়ে গিয়েছে । এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানকে ৬৮৬১ কোটি টাকা দিয়েছে । এদিকে তিন দিন আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্ডার সঙ্গে দেখা করেন। আর তিনদিন পর, একটা বিশাল অংকের টাকা পাকিস্তানকে দিয়ে দিল এডিবি।’