সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের জিরো টলারেন্স অবস্থান ও পাকিস্তানের ভূমিকা বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন, কংগ্রেসের শশী থারুর।

 

শুক্রবার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু পোস্ট করেন। সেখানে সংসদীয় প্রতিনিধিদলের তালিকায় রয়েছেন, বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পাণ্ডে, সঞ্জয় কুমার ঝা, জেডিইউ, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপি-র সুপ্রিয়া শুলে, শিবসেনার শ্রীকান্ত শিন্ডে এবং কংগ্রেসের শশী থারুর।

 

 

এপ্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, ‘‘ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতির কাছে সাংসদের প্রতিনিধি দলের জন্য ৪ জন সাংসদের নাম প্রস্তাব করার জন্য আবেদন জানান। এরপর কংগ্রেসের তরফে যাঁদের নাম পাঠানো হয়, তারা হলেন, আনন্দ শর্মা, গৌরব গগৈ, ডা: সৌয়দ নাসির হোসেন এবং রাজ্যসভার সাংসদ রাজা ব্রার। কংগ্রেসের পক্ষে যে চারজনের নাম দেওয়া হয়, তাতে কংগ্রেস সাংসদ শশী থারুরের নাম ছিল না।

 

কিন্তু বিদেশমন্ত্রক প্রতিনিধি দলের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে শশী থারুরের নাম রয়েছে। শুধু তাই নয়, থারুরকে প্রতিনিধি দলের প্রধান বলে উল্লেখ করা হয়েছে, ওই বিবৃতিতে। তবে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদের নাম তালিকায় নেই।

 

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনায় সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে অপারেশন সিঁন্দুর অভিযান চালিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস ও ১০০ সন্ত্রাসীকে নিকেশ করা হয় বলে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান।

 

পাকিস্তানও পাল্টা আঘাত হানে ভারতের বিরুদ্ধে। ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় দুদেশের সেনাবাহিনীর গোলাগুলি বিনিময়ের সংঘর্ষ ক্রমশ যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকার মধ্যস্থতায় ১০ মে দু’দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। ১২ মে ভারত পাক দু’দেশের ডিজিএমও হটলাইনে পরিস্থিতি পর্যালোচনা করে সংঘর্ষ বিরতি চলবে বলেও জানিয়ে দেন।

 

এই আবহে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে রাখতে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা ও অপারেশন সিন্দুরের যৌক্তিকতা তুলে ধরতে দেশে দেশে প্রচারের উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here