পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলা হয়েছে । পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে । নতুন করে আর ভিসা দেয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে । পাকিস্তান থেকে এসে যারা ভারতের থেকে গেছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে শনিবার এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ।
তাঁর নাম ফাতেমা বিবি । ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তিনি । ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় । তাদের দুই কন্যা সন্তান আছে। তারাও এখন বিবাহিত । প্রায় ৪৫ বছর ধরে চন্দননগরের কুঠির মাঠ এলাকায় বসবাস করছিলেন তাঁরা।
ভিসা নিয়ে ভারতে আসার একবছর পর থেকে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা কিন্তু নিখোঁজ ছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে পাকিস্তানিদের খোঁজে চন্দননগর থেকে ৬০ বছরের ফাতেমা বিবিকে গ্রেফতার করে পুলিশ।
ফতেমার স্বামী মুজাফফর মল্লিক জানান, ‘তার স্ত্রী চন্দননগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভোটার । তাঁর আধার কার্ড, প্যান কার্ড আছে । ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হলেও তা মেলেনি ।’
ফতেমার বার্ধক্য জনিত সমস্যা আছে । রোজ ওষুধ খেতে হয়। পাকিস্তানে তাঁর আর কেউ নেই । সেখানে গিয়ে তিনি কোথায় উঠবেন ? ফতেমার গ্রেফতারের ঘটনায় একাধিক প্রশ্ন তুলে, অবাক প্রতিবেশীরা চাইছেন, আইনি জটিলতা থেকে মুক্তি পাক ফাতেমা বিবি।