পাকিস্তানের চলচ্চিত্র, সংগীত, ওয়েব সিরিজ, পোস্টকাস্ট, মিডিয়া কনটেন্ট ভারতের ওটিট প্ল্যাটফর্ম স্ট্রিমিং পরিষেবা, অনলাইন মধ্যস্থতাকারীদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বিবৃতি দিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, অবিলম্বে পাকিস্তানের সমস্ত ধরনের কন্টেন্ট ভারতের ওটিটিগুলোত সম্প্রচার বন্ধ করতে হবে।

দেশের নিরাপত্তার স্বার্থে এটি অত্যন্ত প্রয়োজনীয় । অন্য দেশের সঙ্গে সম্পর্কে ভারতের জন্য বিপদজনক, হিংসা ছড়াতে পারে এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকতে হবে বলে, তথ্য সম্প্রচার মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের প্রাণ যায়। এর জেরে ভারতের রোষের মুখে পড়ে পাকিস্তান । অপারেশন সিঁন্দুর অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনী ৯টি জঙ্গি ঘাঁটি ও ১০০ জঙ্গিকে নিকেশ করেছে বলে জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এই পরিস্থিতিতে ভারতের ওটিটি প্লাটফর্মগুলোত পাকিস্তানের বিনোদন ও সংবাদ সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here