ওয়াকফ্ মামলার শুনানি হবে দেশের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে। দেশের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ১৩ মে অবসর গ্রহণ করছেন। ১৪ মে দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন, বি আর গাভাই। নতুন প্রধান বিচারপতির বেঞ্চে, ১৫ মে ওয়াকফ্ মামলার পরবর্তী শুনানি হতে পারে।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওয়াকফ মামলা না শুনে, শুরুতেই তিনি বলেন, ‘দুটি কথা বলতে চাই।’ এক, তিনি কোনও মামলা সংরক্ষিত রেখে যেতে চান না। দুই, এই মামলা দ্রুত শোনা দরকার। কিন্তু তিনি আর কয়েকদিনের জন্য এই পদে থাকবেন।
এদিন সঞ্জীব খান্না জানিয়েছেন, সরকারের হলফনামা তিনি খতিয়ে দেখেছেন। অন্যদিকে আবেদনকারীদের বক্তব্য শুনেছেন, যদিও সবটা শোনা হয় নি। এই অবস্থায় তিনি মামলা অন্য বেঞ্চে পাঠাচ্ছেন।
বিজেপি সরকার ওয়াকফ সংসধোধনী আইন সংসদে পাশ করিয়েছে। তার বিরূদ্ধে একাধিক আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে। এর মধ্যে একদিকে যেমন একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক নেতা আছেন, তেমনই বহু মুসলিম সংগঠনও আছে।