পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষে পুঞ্চের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন, সিপিআইএম প্রতিনিধি দলের সদস্যরা । তাঁরা পুঞ্চের মানুষের সমস্যা অভাব অভিযোগ, বিশেষ করে সংঘর্ষ চলাকালীন সমস্যা সংসদে তুলে ধরবেন বলে জানিয়েছেন, সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, জম্মু-কাশ্মীরের কুল গামের বিধায়ক ইউসুফ তারি গামি।

গত শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাশ্মীরের প্রকল্প উদ্বোধন করতে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘোষণা করেন।
এদিন পুঞ্চের বিভিন্ন এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পর ৬ সদস্যের সিপিআইএম প্রতিনিধি দলের নেতা এম এ বেবি সাংবাদিকদের জানান, ‘পাকিস্তানের হামলায় এখানকার মানুষের ঘরের জানলা পর্যন্ত নেই। ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছে । আর সরকারের পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আক্রান্তদের প্রতি সরকারের যেই আচরণ, তার সমালোচনা করছি।’

এম এ বেবি সাংবাদিকদের বলেন, ‘সীমান্ত এলাকা হওয়ায় পুঞ্চে বাঙ্কার তৈরি করা প্রয়োজন। যখনই কোন আক্রমণ হবে, তাতে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।’
সিপিআইএম সাধারণ সম্পাদকের আরও অভিযোগ, ‘পুঞ্চে যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ত্রাণ আসছে না । ছোট্ট একটা ঘরে আটজনের একটা পরিবারকে থাকতে দেওয়া হয়েছে।’
সিপিএমের পক্ষ থেকে পহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ঢাকার আহ্বান জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন পদক্ষেপ নেননি। সর্বদলীয় বৈঠকে একবারও উপস্থিত থাকতে পারেননি। প্রধানমন্ত্রী তখন বিহারে নির্বাচনে প্রচারে ব্যস্ত ছিলেন।
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, ‘তাঁদের প্রতিনিধিরা সংসদে পুঞ্চের মানুষের দুর্দশার কথা তুলে ধরবেন।’