মহারাষ্ট্রের পুনের কাছে খরস্রোতা ইন্দ্রায়নী নদীর ওপর ব্রিজ ভেঙে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আশংকা করা হচ্ছে, ২০ থেকে ২৫ জন জলস্রোতে ভেসে গিয়েছেন । পুনের দেহু জেলার জনপ্রিয় টুরিস্ট স্পট কুন্দমালে বেলা সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
রোববার ছুটির দিন হওয়ায় প্রায় ১০০ জন দর্শনার্থী ৩০ বছরের পুরনো লোহার সেই ব্রিজে উঠলে, ভিড়ের চাপে হুড়মুড়িয়ে ব্রিজটি নদীতে ভেঙে পড়ে বলে জানা গেছে।
খবর পেয়ে, দুর্ঘটনা স্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল, উদ্ধারকারী দল , দমকল বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন। তাঁরা উদ্ধার কাজ শুরু করেন। নদীর স্রোতে তলিয়ে যাওয়াদের খোঁজে শুরু হয় তল্লাশি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানান, ‘২ জনের মৃত্যুর খবর মিলেছে। ৩২ জন আহত হয়েছেন । ৬ অবস্থা আশঙ্কাজনক।’