রথযাত্রাকে কেন্দ্র করে পুরীর গুন্ডিচা মন্দিরের ঠাকুর দর্শনে হাজার হাজার দর্শনার্থীর ঠেলাঠেলি ভিড়ের মধ্যে পড়ে পদপিষ্ঠ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত দশের অধিক।
২৭ জুন রোববার ভোররাতে পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে হাজার হাজার দর্শনার্থী জড়ো হন ঠাকুর দর্শনের জন্য হঠাৎ হুড়োহুড়ি ঠেলাঠেলি শুরু হলে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন মহিলা ও এক বৃদ্ধের মৃত্যু হয়। ১০-১২ জন আহত হয়েছেন ।
পুরীর অতিরিক্ত এসপি সুশীল মিশ্র জানিয়েছেন, ‘একটা ঘটনা ঘটেছে। ১১ জন আহত হলেও তারা সুস্থ হয়ে উঠেছেন । আমরা এখনো কোনো হতাহতের খবর পাইনি।’
শুক্রবার জগন্নাথের মাসির বাড়ির যাওয়ার কথা থাকলেও লক্ষ লক্ষ মানুষের ভিড়ের জন্য রথ নিয়ে সেখানে পৌঁছতে পারেননি । রাস্তায় রাত্রি বাস করেন জগন্নাথ । শনিবার দুপুরে গণ্ডিচা মন্দিরে পৌঁছন। রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
এবার পুরীর রথের মেলায় প্রায় ১৫ লক্ষ দর্শনার্থী আসেন বলে জানা গেছে। সূত্রের খবর, রথের দিন থেকে এখনো পর্যন্ত প্রায় ৭০০ দর্শণার্থী অসুস্থ হয়ে পড়েছেন।