পুরুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন । পুরুলিয়ার নামশোল অঞ্চলে ১৮ নম্বর জাতীয় সড়কের কাছে একটি লরির সঙ্গে একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
বোলেরো গাড়ির চালকসহ ৯ জনের মৃত্যু হয়। প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা । বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

শুক্রবার সকালে একটি দ্রুতগতির বোলেরো গাড়িতে করে ওই বিয়েবাড়ির দলটি বলরামপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মেরে উল্টে যায় । গাড়িটিকে বাঁচাতে গিয়ে লরিটিও উল্টে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বলরামপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয় । মৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের নিমডি থানার তিলাইটাড় অঞ্চলের বাসিন্দা। দেহগুলো ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।