প্রতীক্ষার অবসান । ঘরে ফিরলেন, রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।

 

শুক্রবার পূর্বা এক্সপ্রেসে হাওড়া এসে পৌঁছন হুগলি রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ । তাকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন, পূর্ণমের বাবা ভোলানাথ সাউ, রিষড়া পুরসভার চেয়ারপার্সন বিজয় সাগর মিশ্র ও অসংখ্য সাধারণ মানুষ।

caption goes here

মুহুর্মুহু জয় হিন্দ ধ্বনি, ফুলের মালা আর জাতীয় পতাকা দিয়ে হাওড়া স্টেশনে তাকে অভ্যর্থনা জানানো হয়। ভিড়ের চাপে পূর্ণমকে স্টেশন থেকে বের করতে হিমশিম খেতে হয় পুলিশকে। আবেগ আপ্লূত পূর্ণম সাংবাদিকদের বলেন, ‘আপনাদের প্রার্থনার জন্য আমি নিজের দেশে ফিরে আসতে পেরেছি।’

 

২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দিন, ২৩ এপ্রিল, পঞ্জাব সীমান্তে ডিউটিতে থাকাকালীন পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হন পূর্ণম। অনেক কূটনৈতিক টানাপোড়েন শেষে ২১ দিন পর ওয়াঘা বর্ডার দিয়ে ১৪ মে ভারতের হাতে পূর্ণমকে তুলে দেয় পাকিস্তান।

 

পাকিস্তান থেকে ভারতে ফেরার ৯ দিন পর রিষড়ার বাড়িতে ফিরছেন পূর্ণম কুমার সাউ। রিষড়া থেকে হুটখোলা গাড়িতে শোভাযাত্রা সহকারে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

 

ছেলে ঘরে ফেরায়, স্বামী ঘরে ফেরায় পূর্ণমের বাড়িতে আজ দিওয়ালি উৎসবের আনন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here