ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে বুধবার মুক্ত করে দিয়েছে পাকিস্তান। প্রায় ২২ দিন পাকিস্তানে আটক থাকার পর, এদিন সকাল সাড়ে ১০ টার সময় আর্টারি ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে ফিরে আসেন হুগলি রিষড়ার পি কে ওরফে পূর্ণম কুমার সাউ।

 

পহেলগাঁও জঙ্গি হামলার পরদিন ২৩ এপ্রিল পঞ্জাবের পাঠান কোটে ডিউটি করার সময় এক কৃষককে সাহায্য করতে গিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়ায় পাক রেঞ্জার্স তাঁকে আটক করেছিল।

 

পূর্ণমের মুক্তির খবরে খুশি তাঁর পরিবার, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীরা। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেন, ‘খুব আনন্দ হচ্ছে। বিএসএফের তরফে খবর পেয়েছি, ছেলে পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছে। খুব আনন্দ হচ্ছে । সবাইকে ধন্যবাদ জানাব।’

 

পূর্ণমের মুক্তির খবরে অত্যন্ত খুশি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বলেন, ‘ ও দেশকে অত্যন্ত ভালোবাসে। দেশ সেবায় ও আবার কাজে যাবে।’

 

পূর্ণমের মুক্তির ব্যাপারে ভারতের পাকিস্তানের মধ্যে দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর ১৪ মে, বুধবার সকালে ওয়াঘা বর্ডার দিয়ে স্থলপথে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। তাঁর মুক্তির খবরে হুগলির রিষড়ায় উৎসব শুরু হয়। বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here