পোস্ট অফিস এজেন্টদের জন্য নতুন নিয়ম চালু করে নির্দেশিকা জারি করেছে, রাজ্য অর্থ দপ্তরের স্বল্প সঞ্চয় বিভাগ ।
পোস্ট অফিস এজেন্টদের এজেন্সি নবীকরণ করতে বেশ সমস্যায় পড়তে হতো আগে । নতুন নিয়মে সেই সমস্যা দূর হবে বলে মনে করছেন, ডাকঘর এজেন্টরা।
আগে এজেন্সি নবীকরণের জন্য দুটি শংসাপত্র প্রয়োজন হতো। একটি শংসাপত্র জনপ্রতিনিধির থেকে এবং অন্যটি কোন গেজেটেড অফিসারের থেকে নিতে হতো
জনপ্রতিনিধিদের কাছ থেকে সহজে শংসাপত্র পাওয়া গেলেও গেজেটেড অফিসারদের কাছ থেকে শংসাপত্র পেতে এজেন্টদের বেশ বেগ পেতে হতো। ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন, তাদের সমস্যার কথা রাজ্য অর্থ দপ্তরকে কাছে জানিয়ে আসছিলেন। নতুন এই নিয়মে, একটি শংসাপত্র হেড পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টার দিতে পারবেন ।
ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস বলেন, ‘আমরা গোড়া থেকেই গেজেটেড অফিসারের শংসাপত্রের বিপক্ষে ছিলাম। বহু ক্ষেত্রে গেজেটেড অফিসাররা শংসাপত্র দিতে চান না। তাছাড়া, রাজ্যে যেখানে স্ব-প্রত্যয়ন চালু হয়েছে, সেখানে এই নিয়ম খাটে না বলে, আমাদের মত ছিল । সেইমতো আমরা অর্থ দপ্তরকে দাবিও জানিয়ে আসছিলাম । যদি পোস্ট মাস্টারের শংসাপত্র গৃহীত হয়, তাহলে আমরা খুশি।’
রাজ্য অর্থ দপ্তরের স্বল্প সঞ্চয়ে বিভাগের নতুন এই নির্দেশিকায় নির্মল দাসের মতো ডাকঘর এজেন্টরাও খুশি।