প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আগে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার । করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি মিলবে । দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতের ৩০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এবং ৬ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৬৬ জন । স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মিলবে।
মঙ্গলবার, অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে বিদেশ ফেরত সংসদীয় প্রতিনিধির দলগুলোর প্রতিক্রিয়া জানতে তাঁদের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে নৈশভোজে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, এই নির্দেশিকা জারি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে করোনা যেখানে নতুন করে আবার মাথা চাড়া দিচ্ছে, সেখানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না বাড়িয়ে, জমায়েত, ভিড়ের সতর্কতা, সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত কোন নির্দেশিকা জারি না করে, কেবল প্রধানমন্ত্রীকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য সরকার এতো তৎপর হয়েছে কেন।
অতীত বলছে, করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সাধারণ মানুষ।