কলকাতা মেট্রো রেল স্টেশনে যাত্রী সুরক্ষায় বেশ কিছু নিয়ম চালু রয়েছে । তার অন্যতম প্লাটফর্মের ওপরে থাকা হলুদ লাইন অতিক্রম না করা । কিন্তু কর্তৃপক্ষের তরফে নানাভাবে সতর্ক করা সত্বেও যাত্রীরা জেনে বা না জেনে, তা মানছেন না। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। তাই, এবার নিয়ম না মানলে যাত্রীদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে, মেট্রো রেল কর্তৃপক্ষ।

 

সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, ‘ট্রেন আসার আগে কেউ প্ল্যাটফর্মের হলুদ লাইন অতিক্রম করলে, ২৫০ টাকা জরিমানা করা হবে।’ ১ জুন রোববার থেকে এই নতুন নিয়ম বলবৎ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

মেট্রোরেল কর্তৃপক্ষের এই পদক্ষেপে অনেক যাত্রী সন্তুষ্ট । তাঁরা মনে করছেন এতে অবাঞ্ছিত দুর্ঘটনা এড়ানোর সম্ভব হবে । আবার অনেকে বলছেন, গার্ড রেলের সংখ্যা বাড়ানো ও সচেতনতা প্রচার আরও বেশি দরকার । কেননা, মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে নিয়ম না ভাঙ্গার নির্দেশিকা থাকলেও যাত্রীরা গুরুত্ব দিতেন না। দেখা গেছে, অপ্রয়োজনে তাঁরা হলুদ লাইন অতিক্রম করে আগে ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছেন। অথবা জটলা পাকিয়ে নিজেদের মধ্যে গল্প গুজব করছেন, ট্রেন আসার অপেক্ষায় ।

ছবি সংগৃহীত

সতর্কমূলক নির্দেশিকা, প্রচারে কাজ না হওয়ায় মেট্রো রেল কর্তৃপক্ষ এবার প্লাট ফর্মের হলুদ লাইন ক্রস করলে, জরিমানার পথে হাঁটল। এখন দেখার জরিমানার ভয়ে যাত্রীদের হুঁশ ফেরে কী না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here