উত্তরবঙ্গের জঙ্গলে প্লাস্টিক শুধু দূষণ ছড়াচ্ছে না, প্লাস্টিক খেয়ে বহু বন্যপ্রাণী রোগের শিকার হচ্ছে। রেল লাইন ও সড়কের পাশে যাত্রীদের ফেলে যাওয়া প্লাস্টিক আবর্জনা সাফাই করে বিশ্ব পরিবেশ দিবসে মানুষকে সচেতনতার বার্তা দিয়েছেন, দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের বনকর্মীরা, কোদালবস্তির জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া সড়ক বা রেললাইন পেরিয়ে বাইসন, হরিণ, হাতি, চিতাবাঘ অন্যান্য বহু বন্যপ্রাণী এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে যাওয়া আসা করে। যাত্রীদের ছুড়ে ফেলা প্লাস্টিক অনেক সময় তারা খেয়ে ফেলে । এতে বিপত্তি ঘটে । প্লাস্টিক খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে অথবা রোগের শিকার হয়।

ভ্রমণের সময় অকারণে যত্রতত্র প্লাস্টিক আবর্জনা ছুঁড়ে ফেলবেন না। এই বার্তা, মানুষের কাছে পৌঁছে দিতে আজ বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক সাফাই অভিযানে নামেন দার্জিলিং ডিভিশনের বনকর্মীরা ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘রেল লাইনের পাশে পড়ে থাকা প্লাস্টিক বন্যপ্রাণীদের জন্য খুবই ক্ষতিকারক ও বিপদজনক । তাই, বিশ্ব পরিবেশ দিবসে এই সাফাই অভিযানের মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই, জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণের সময় যাত্রীরা যেন, রাস্তা বা রেললাইনের পাশে প্লাস্টিক আবর্জনা ছুঁড়ে না ফেলেন। জঙ্গলে প্লাস্টিক দূষণ বন্য প্রাণের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে।’

বৃহস্পতিবার, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলদাপাড়া জাতীয় উদ্যান, মহানন্দা অভয়ারণ্য ও অন্যান্য বিভিন্ন জায়গায় মানুষকে সচেতনতার বার্তা দিতে, এই প্লাস্টিক আবর্জনা সাফাই কর্মসূচি নেওয়া হয়।