জুনিয়র চিকিৎসক অভয়ার ধর্ষণ খুনের ঘটনা যেখানে ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই জায়গাটা একবার সরেজমিনে ঘুরে দেখার পরিবারের আবেদন বিবেচনার জন্য আদালতের ইঙ্গিত মিলেছে। অভয়ার পরিবারকে লিখিতভাবে আদালতকে আবেদন জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

মঙ্গলবারের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার তাঁদের অবস্থান স্পষ্ট করে আদালতে জানান, ‘পরিবারের পক্ষে লিখিত আবেদন জানালে, প্লেস অফ অকারেন্সে যাওয়ার জন্য অভয়ার পরিবারকে অনুমতি দেওয়া হবে।’

 

এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘সিবিআইয়ের আপত্তি না থাকলে আবেদনকারীরা ঘটনাস্থলে যেতে পারেন। সে ক্ষেত্রে আদালতে আবেদনকারীদের লিখিতভাবে আবেদন জানাতে হবে।’

 

২০২৪ সালের আগস্ট মাসে কর্তব্যরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুন করা হয় । তোলপাড় পড়ে যায় গোটা দেশে । অপরাধী হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় । মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়ায় । তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআই তদন্তে খুশি নন নির্যাতিতার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here