মৌসুমী বায়ুর কারণে সময়ের আগে তো দূর, সময়েও বঙ্গে বর্ষা আসবে কী না সেটাই এখন প্রশ্ন। বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে যে বৃষ্টি হচ্ছে, তা স্থানীয়ভাবে উত্তপ্ত হয়ে বৃষ্টি হচ্ছে। প্রাক বর্ষা বা বর্ষার বৃষ্টি নয় ।এ রাজ্যে সাধারণভাবে জুনের ১০-১২ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে । এবার তা আরও পিছিয়ে যেতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম ও শুষ্ক হাওয়া বইতে পারে । কয়েক ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে । বাড়তে পারে অস্বস্তি সূচকও।
শনিবার কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানে শুষ্ক হাওয়া বইতে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯৮ শতাংশ থাকতে পারে । আকাশ মেঘলা থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামী কয়েক দিন জেলাগুলোতে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।