Oplus_0

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট মহাকুমা থেকে ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। রোববার মাটিয়া থানার পুলিশের পক্ষে এই খবর সামনে আনা হয়। বাড়ির মালিক শেখ আব্দুল করিম ওরফে রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে রোববার বসিরহাট মহাকুমা আদালতে তোলা হলে, আদালত, আব্দুল করিমকে ৫ দিনের পুলিশ হেফাজত দেয়।

 

শনিবার রাতে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করে। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে রয়েছে ৫০০ টাকা ২০০ টাকা এবং ২ হাজার টাকার নোট।

 

বাদুড়িয়াড় এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় সাংবাদিকদের বলেন, ‘ধৃতের থেকে ৩৪ লক্ষ জাল ভারতীয় নোট উদ্ধার হয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক বেআইনি কাজের যুক্ত থাকার অভিযোগ রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

 

মুর্শিদাবাদ, মালদার মতো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমা কী জাল নোটের কারবারীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে ? বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হওয়ায় চিন্তিত প্রশাসন । এর সঙ্গে বাংলাদেশের কোন যোগ আছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here